Yuvraj Singh’s biopic is about to hit the cinema screens
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: যুবরাজ সিংয়ের ভক্তদের জন্য সুখবর। রুপোলি পর্দায় আসতে চলেছে ভারতের প্রাক্তন ক্রিকেটারের বায়োপিক। সিনেমাটি প্রযোজনা করবেন ভূষণ কুমার ও রবি ভাগচন্দোকা। মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে তার ঘোষণা করা হল।
ভারতের জার্সিতে ২০০০ সালে অভিষেক ঘটে যুবরাজের। ক্রিকেটভক্ত রা কোনওদিন ভুলতে পারবেন না টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে মারা ছয় ছক্কার স্মৃতি। ২০০৭-র সেই বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তবে, তাঁকে সেরা ছন্দে দেখা গিয়েছিল ২০১১-র ওয়ানডে বিশ্বকাপে। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে অনবদ্য পারফরম্যান্সে টুর্নামেন্টের সেরাও হন তিনি। মারণরোগ ক্যানসারকে উপেক্ষা করেই ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। সব মিলিয়ে যুবরাজের জার্নি অনুপ্রেরণা জোগায় বহু মানুষকে। এবার রুপোলি পর্দায় আসতে চলেছে তাঁর সেই লড়াইয়ের কাহিনি।