Women’s IPL final in Delhi on Sunday. Delhi Capitals vs Royal Challengers Bangalore.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: রবিবার দিল্লিতে মহিলা আইপিএলের ফাইনাল। মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এযাবৎকালের সাক্ষাতে শেষ চারবারই দিল্লির কাছে হেরেছে ব্যাঙ্গালোর। রবিবারের ফাইনাল ম্যাচও হবে দিল্লিতে। ফলে অ্যাডভান্টেজ রাজধানীর ফ্র্যাঞ্চাইজির। তবে আরসিবিকে সব বাধা টপকে ট্রফি এনে দিতে পারেন একজনই, তিনি এলিসা পেরি। মুম্বাইয়ের বিপক্ষে গোটা গোল দল যখন ব্যর্থ হয়েছিল দলকে টেনেছিলেন একাই নিজের কাঁধে। ব্যাট হাতে বড়ো রানের পাশাপাশি বল হাতে ম্যাচ জেতানো স্পেল। একাই মুম্বাইকে গুড়িয়ে দিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন এই অস্ট্রেলিয় সুন্দরী। দলে স্মৃতি মন্ধনা, রিচা ঘোষরা থাকলেও শো স্টপার এখনই, এলিসা পেরি। বদলার ম্যাচে জয় ছিনিয়ে এনে প্রথম ব্যাঙ্গালোরকে আইপিএল ট্রফি এনে দিতে মুখিয়ে আরসিবির মহিলা ব্রিগেড। এদিকে দিল্লি শিবিরের মেগ ল্যানিং – শেফালী ভার্মারাও তৈরি দলকে ট্রফি জেতাতে। গতবার আইপিএলে সর্ব্বোচ রান সংগ্রাহক ছিলেন এবারের দিল্লির ওপেনার মেগ ল্যাণিং।