Whitewash Pakistan by Australia
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পাকিস্তান আছে পাকিস্তানেই। ওডিআই সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ফলে হারানোর পর এবার টি২০ সিরিজে নিজেরাই হোয়াইটওয়াশ হয়ে গেলেন বাবর আজমরা। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে এই ম্যাচেও দাঁড়াতে পারলেন না পাক ব্যাটাররা। প্রথমে ব্যাট করে ১৮.১ ওভারে ১১৭ রান তুলেছিল পাকিস্তান। বাবর আজম করেন ২৮ বলে ৪১ রান। হাসিবুল্লাহ খান ২৪ এবং শাহিন আফ্রিদি করেন ১২ বলে ১৬ রান। অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডি নেন তিন উইকেট, অ্যাডাম জাম্পা নেন দুই উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ১১.২ ওভারেই ৩ উইকেটে টার্গেটে পৌছে যায় অজিরা। ২৭ বলে ৬১ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন মার্কাস স্টইনিস। ২৭ রান করেন জস ইংলিস, ১১ বলে ১৮ রানের ক্যামিও খেলেন ম্যাকগার্কও।