This is the first time the Indian cricket team has been whitewashed at home.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: এই প্রথমবার ৩ ম্যাচ বা তাঁর বেশি ম্যাচের সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হল ভারতীয় ক্রিকেট দল। লজ্জাজনকভাবেই তৃতীয় টেস্টে মুম্বইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে হেরে গেল টিম ইন্ডিয়া। আশা করা হয়েছিল দল হয়ত এমন কিছু করে দেখাবে যাতে টিম ইন্ডিয়া অন্তত হোয়াইটওয়াশ এড়াবে, কিন্তু রোহিতরা সেটা পারলেন না। টেস্ট কীভাবে খেলতে হয় সেটাই বোধহয় তাঁরা ভুলে গেলেন। ৩-০ ফলে তাই লজ্জার সিরিজ হারের নজির গড়ল ভারত। এর আগে ২৪ বছর আগে ২০০০ সালে দঃ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল সচিন তেন্ডুলকরের নেতৃত্বাধীন ভারতীয় দল। সম্পূর্ণ সিরিজে এই প্রথম ভারত কোনও দলের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হল।