Rain forecast in Bengal, red alert issued
রাজ্য
নিজস্ব সংবাদদাতা
বঙ্গে বর্ষা প্রবেশ করলেও দেখা নেই বৃষ্টি। চড়া রোদের পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাকাল দক্ষিণবঙ্গ। এই পরিস্থিতিতে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ১৬ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
কলকাতা শহর সমগ্র দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতেও।
লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। ১০ থেকে ১৬ই জুলাই পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানালো হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং-এও বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।