Notification is issued, 10,000 rupees of the state government’s ‘Turuner Swapna’ scheme is closed for the time being
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এবার বিজ্ঞপ্তি জারি করে জানাল রাজ্য। রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়ারাদের এককালীন ১০,০০০ টাকা করে দেওয়া হয়। মূলত উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হয়ে থাকে সরকারের তরফে। এবারেও শিক্ষক দিবসের দিন রাজ্যের ১৬ লক্ষ ছাত্র-ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছিল। প্রস্তুতিও তুঙ্গে ছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে দিল শিক্ষা দফতর।
জানা গিয়েছে ইতিমধ্যেই সব ট্রেজারিকে এই সিদ্ধান্তের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যদিও কেন হঠাৎ রাজ্য সরকার সিদ্ধান্ত বদল করল সেই নিয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি। সরকারি বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে যে, ‘প্রশাসনিক কারণে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর কবে সেই টাকা দেওয়া হবে বা আগামী দিনে আদেও সেই টাকা দেওয়া হবে কি না সেই বিষয়েও কিছু জানানো হয়নি।
২০২০ সালে কোভিডের সময় থেকেই শিক্ষার ডিজিটালকরণে জোর দিচ্ছে রাজ্য সরকার। ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে এই উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পড়ুয়াদের মোবাইল এবং ট্যাবলেটের মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সমান সুযোগ গড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যার মাধ্যমে অনলাইন ক্লাস এবং শিক্ষামূলক অ্যাপ ব্যবহারে সুবিধা হয়। এই উদ্দেশেই চালু হয় ‘তরুণের স্বপ্ন’।