It has been raining since Tuesday night. How long will the state be wet? Take a look
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:
মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়। শহর ও শহরতলীতে সকালে বৃষ্টিতে ভিজল । শুধু বুধ নয় আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতেও।
বুধবার সকাল থেকেই শহরজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পাশাপাশি চলছে ঝড়ো হাওয়া। ঘন্টায় ৪০থেকে ৫০কিলোমিটার বেগে বইছে হওয়া।সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। রাতের বৃষ্টিতে তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬ থেকে ৯৬ শতাংশ। মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। এদিন হাওয়া অফিসের তরফে জানানো হয়, আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলতে পারে। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির অল্প সম্ভাবনাও রয়েছে। আকাশ মূলত মেঘলাই থাকবে।
বৃহষ্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমবে বলেও জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা। তবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে শুক্রবার বৃষ্টির পরিমাণ কমবে। হালকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শনিবার ভারী বৃষ্টি হতে পারে। তবে দোলপূর্ণিমা ও হোলিতে ঠান্ডার আমেজ যে থাকবে তাও নিশ্চিত করেছে আলিপুর আবহাওয়া দপ্তর