According to the weather office forecast, the weather will change during the day. Rain will fall in the district.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বুধবার সকাল থেকে চড়া রোদ। চড়া রোদে সকালেই নাজেহাল দশা সাধারণ মানুষের। ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। সেপ্টেম্বরের শুরুতে থেকেই গলদঘর্ম দশা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বেলা গড়ালেই আবহাওয়ার পরিবর্তন হবে। জেলায় জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি। আজ কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তার জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া দফতরের কথা অনুযায়ী এগারোটার সময় কলকাতায় ছিটে ফোটা বৃষ্টি হয়।
আগামী দুইদিন আবহাওয়ার বিশেষ বদল হবে না। বৃহস্পতিবার এবং শুক্রবারও কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হতে পারে। সতর্কতাও জারি করা হয়েছে। আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গের সব জেলায়।