The month of Chaitra is not over, but the temperature is close to 40 degrees.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: চৈত্র মাস শেষ হয়নি। কিন্তু আবহাওয়া অনুভূত হচ্ছে বৈশাখ, গ্রীষ্মকাল মাসের মত। বৈশাখ শুরুর আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে মনে করছেন আলিপুর হাওয়া অফিস। আবহবিদেরা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে রাজ্যে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে।বৃহস্পতিবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল, বাঁকুড়া, মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির কাছাকাছি। কলকাতার সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াসে। দমদমের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস, এপ্রিলের শুরুতে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে।গরম বাড়লেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। এমনটাই জানাচ্ছেন আবহবিদরা। শুক্রবারই হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সারা সপ্তাহ জুড়েই বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আলিপুর আবাহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ অক্ষরেখার কারণে বৃষ্টির অনুকূল পরিস্থিতি আসছে। কিন্তু বৃষ্টি হলেও গরম কমবে না।