North Bengal will receive rain from the day of Mahalaya, but there is less chance of rain in South Bengal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত। মহালয়ার আগেই এল আবহাওয়া দফতরের সংবাদ। উত্তরবঙ্গে ভালরকম বৃষ্টি চলছিলই। এবার আরও বাড়তে পারে দুর্যোগ। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি সম্ভাবনা কম।
এখনও পর্যন্ত অফিসিয়ালি বর্ষা বিদায় না নিলেও দক্ষিণবঙ্গে দেবীপক্ষের সূচনাটা নির্ঝঞ্ঝাটেই কাটার কথা।মহালয়ার দিন ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দু-এক জায়গায়। দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ফের বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।কলকাতায় মহালয়ার দিন আংশিক মেঘলা আকাশ থাকলেও , ভোগাবে না বৃষ্টি । মাঝে মাঝে চড়া রোদ উঠবে। ভরপুর জলীয় বাষ্পের জন্য অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭১ থেকে ৯৫ শতাংশ।