The low pressure over the Bay of Bengal is stronger. But there is no direct effect on Bengal
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক হবে আবহাওয়া। তার আগে আজ বুধবার লক্ষ্মীপুজোর দিন এবং আগামিকাল বৃহস্পতিবার কিছুটা আর্দ্র আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলায় স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে।ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই।
আগামিকাল বিকেলের মধ্যে গোটা দেশ থেকেই বিদায় নেবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। অর্থাৎ বর্ষা বিদায়। দক্ষিণ ভারতে রবিবার থেকে দ্বিতীয় মনসুন শুরু হবে। সেখানে প্রভাব বিস্তার করবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ গতকাল বিকেলে আরো শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর অভিমুখ তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূল। সরাসরি এর প্রভাব নেই বঙ্গে। উপকূলের জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে নিম্নচাপের প্রভাবে বাংলায় প্রবেশ করা জলীয় বাষ্প ভোরের দিকে কুয়াশার পরিমান কিছুটা বাড়াবে কাল এবং পরশু। অন্ধ্রপ্রদেশ উপকূলের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ অসামে রয়েছে আরও ঘূর্ণাবর্ত।
আজ বুধবার এবং কাল বৃহস্পতিবার কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারের পর বৃষ্টি অনেকটা কমে আসবে। রবি সোমবার থেকে শুষ্ক আবহাওয়া পশ্চিমাঞ্চলে। গাঙ্গেয় বঙ্গে আগামী সপ্তাহ থেকে শুষ্ক আবহাওয়া। ভোরের দিকে কুয়াশা দেখা যাবে ফাঁকা জায়গা বা গ্রামাঞ্চলে। আজ বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ায় থাকবে।
উ ত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আবহাওয়ার পরিবর্তন হবে। শুষ্ক আবহাওয়ার শুরু। ধীরে ধীরে কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও শুষ্ক আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ। শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। দার্জিলিং কালিম্পংএর পার্বত্য জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ বুধবার দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সকালে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে সম্পূর্ণ মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্প রয়েছে। তাই কিছুটা অস্বস্তি হবে দিনে। রাতে জলীয় বাষ্পের পরিমাণ কমবে