Due to low pressure, there will be heavy rain in South Bengal from Saturday to Monday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নিম্নচাপ তৈরি হয়েছে মধ্য বঙ্গোপসাগরে। যার জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে,উত্তরবঙ্গেও ফের বাড়বে বৃষ্টির পরিমাণ।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান নিম্নচাপটি করবে। উত্তর-পশ্চিম দিকে এগোবে। আগামী দুদিনে আরও সক্রিয় হয়ে ওড়িশা উপকূলে পৌঁছবে। যার জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতে শনিবার থেকে সোমবার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।শনিবার কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ২১ জুলাইও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সর্তকবার্তা রয়েছে। দফায় দফায় বৃষ্টি হতে পারে। সেদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হবে সোমবারও।
শনিবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। রবিবার উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়।