Will it rain at the meeting of Trinamool on July 21? What does the weather office say?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আশ্চর্যজনক ভাবে যতবারই বৃষ্টিতে ভিজে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পরই তৃণমূলের ঝুলিতে এসেছে কোনও না কোনও সাফল্য। তাই ২১ জুলাই বৃষ্টি হোক, এটা বোধ চান তৃণমূলের সমর্থকরাও। কিন্তু এবার দক্ষিণবঙ্গে রথের দিনও তেমন বৃষ্টি হয়নি। বারবার পূর্বাভাসকে ব্যর্থ করেছে বর্ষার খামখেয়ালিপনা। সারা কলকাতা জুড়ে বৃষ্টি হয়েছে, এমন দিন সাম্প্রতিক অতীতে মনে করা দুষ্কর। এই সপ্তাহের শুরু থেকেই কমেছে বৃষ্টির পরিমাণ। তাহলে কি এবার ২১-শের সভা শুষ্কই কাটবে ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ?
নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে রবিবার কলকাতা-সহ উপকূল ও উপকূল সংলগ্ন জেলা এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি ও মেঘলা আকাশের পূর্বাভাস। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে পরের কয়েকদিন ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার থেকে আবহাওয়ার আবার পরিবর্তন হবে। ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা – পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে। শনি ও রবিবার বৃষ্টি ক্রমশ বাড়বে। সেই সঙ্গে উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টি কমবে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।