The temperature may increase, the people of the state will have to wait if they want to get winter
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে শনিবার থেকেই শীতের আমেজ। রবিবার কলকাতার তাপমাত্রা ১৮-রও নিচে নেমে যায়। সোমবারও তাপমাত্রা মোটের ওপর কমই। এই আবহাওয়াই আগামী কয়েকদিন অর্থাৎ সপ্তাহজুড়ে থাকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই এখন আর। আবহাওয়া শুষ্কই থাকবে। কুয়াশার দাপট থাকবে রাজ্যের প্রায় সর্বত্র।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণের জেলাগুলির থেকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও খানিকটা নেমেছে। শান্তিনিকেতন-পুরুলিয়ার তাপমাত্রা নেমেছে ১৩-তে। যা আগামী কয়েকদিনে দক্ষিণের জেলাগুলির মতোই আরও ২-৩ ডিগ্রি নামতে পারে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে বইছে শিরশিরে হাওয়া। সূর্য ডুবে গেলেই তাপমাত্রা কমে যাচ্ছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে ভোরের দিকেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের প্রায় সব জেলার তাপমাত্রাই কমবে। রাতের তাপমাত্রা আরও খানিকটা কমার সম্ভাবনা রয়েছে। তবে, একবার কমে গেলে আগামী কয়েকদিন সেই তাপমাত্রাই বজায় থাকবে।
এই দেখে শীত এসেছে মনে হলেও এখনই জাঁকিয়ে শীত নয়। আলিপুর জানিয়েছে, মনোরম আবহাওয়া এখন থাকবে কিন্তু এই মাসেই জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই। কনকনে ঠান্ডা পেতে গেলে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস।