wintry weather over the weekend, minimum temperature in Kolkata today at 20 degrees Celsius
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হেমন্তের দ্বিতীয় ইনিংসেই কি শীত দ্রুত রাজ্যে পা রাখবে ? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের পথ পাওয়ায় উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া আসার পরিস্থিতি তৈরি হয়েছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঝাড়গ্রাম, শ্রীনিকেতন, পানাগড়।বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা না-থাকায় হাওয়ার পথ বদলের সম্ভাবনা কম। আগামী এক সপ্তাহ ধীরে ধীরে কমবে তাপমাত্রা। চলতি মাসে শীতের আমেজ অনুভূত হলেও এখনই ঠান্ডার প্রবেশ নয় ৷ তবে ধীরে ধীরে নামছে পারদ ৷ আগামীতে তা আরও নামবে। উত্তুরে হাওয়া ইতিমধ্যেই বইতে শুরু করেছে ৷ আগামী পাঁচ দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে চলে যাবে। আজ, শুক্রবার দিনের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং ২০ ডিগ্রির আশেপাশে থাকবে।
পার্বত্য এলাকা ছাড়া বৃষ্টি নেই। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট। দক্ষিণের ছয় জেলায় সকালে কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। দৃশ্যমানতা কোথাও ৫০ মিটার ছুঁতে পারে। দক্ষিণবঙ্গের উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন ছয় জেলায় সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। পরে দিনভর পরিষ্কার আকাশ। মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।