As a result of weather changes, there is a risk of landslides and floods in several parts of the country.
মুনমুন রায় প্রতিনিধি :আবহাওয়াবিদদের মতে এই বর্ষার শেষে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর মাসের শেষের দিকে লা নিনা অবস্থানের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে।পাহাড়ি অঞ্চল থেকে শহরের বিভিন্ন জায়গা, এর ফলে বিভিন্ন এলাকায় ভূমি ধস বন্যা পরিস্থিতি তৈরী হচ্ছে।
‘লা নিনা’- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পূর্ব থেকে পশ্চিমে বয়ে চলা বায়ুর চারিত্রিক পরিবর্তন ঘটছে। ফলে তখন উষ্ণ জলস্রোত প্রবাহিত হতে থাকে পশ্চিমের দিকে। ‘লা নিনা’ চলাকালীন সমুদ্রের গভীর থেকে ঠান্ডা জল সমুদ্রের উপরিভাগে উঠে যায়। যার ফলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ঠান্ডা হয়ে যায়। এটি সাধারণত ভারতের মৌসুমি বৃষ্টিপাতের সহায়ক বলে মত আবহাওয়াবিদদের।
এই অনুকূল অবস্থা থাকা সত্ত্বেও, দেশের কিছু অঞ্চলে এখনও বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। দেশের আটটি রাজ্যে জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছিল।এই প্রসঙ্গে, আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন , “বর্ষা ঋতুর দ্বিতীয়ার্ধে, পূর্ব ভারতের উত্তর-পূর্ব এবং সংলগ্ন অঞ্চল, লাদাখ, সৌরাষ্ট্র ও কচ্ছের কিছু অংশ ছাড়া দেশের বেশিরভাগ অংশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং ভারতের মধ্য ও উপদ্বীপের কিছু বিচ্ছিন্ন অংশে যেখানে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।