The Trinamool leader questioned the role of the police in the case of the recovery of weapons in Sandeshkhali
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার বারবার প্রশ্নের মুখে পড়ছে পুলিশের ভুমিকা। সন্দেশখালির মতো এক উত্তপ্ত জায়গাতেও এতদিন কিভাবে শাহজাহানের সাগরেদের বাড়িত রইল এত অস্ত্র ও কার্তুজ প্রশ্ন তুলেছে বিরোধীরা। সমস্যায় পড়েছে তৃণমূল কংগ্রেসের নেতারাও। কারণ এই বিষয়টি নিয়ে তাঁরাও মুখ খুলতে পারছেন না বেশি। শাহজাহান এতদিন তাঁদের দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। এবারও সন্দেশখালিসহ ২৪ পরগনায় তাঁর ঘনিষ্ঠরাই ভোট করাবেন। তাই সব প্রশ্ন তৃণমূল নেতারাও ছুঁড়ে দিচ্ছেন পুলিশের উদ্দেশ্য। এরই মধ্যে দমদম কেন্দ্রের লোকসভার প্রার্থী সৌগত রায়ও প্রশ্ন করলেন, কিভাবে পুলিশ জানতে পারল না এত অস্ত্রসস্ত্র মজুত রয়েছে সেখানে? সিবিআই খবর পেলেও পুলিশ কেন পায়নি, সেই প্রশ্নই কার্যত তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়াণ নেতা