State Joint Entrance Counseling will start on July 10 and will continue till August 5
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (ডব্লিউবিজেইই)-এর কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (ডব্লিউবিজেইইবি)-এর নবনিযুক্ত সভাপতি সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। বোর্ড সভাপতি জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং আর্কিটেকচার নিয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য আগামী ১০ জুলাই থেকে ৫ অগস্ট পর্যন্ত অনলাইন কাউন্সেলিং বা ই-কাউন্সেলিং প্রক্রিয়ার আয়োজন করা হবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট আসনসংখ্যা ৩৫ হাজার।
শনিবার অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস আয়োজিত ‘প্রি-কাউন্সেলিং ফেয়ার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্য জয়েন্ট বোর্ডের নতুন দায়িত্বে আসা সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। যোগ দেন বোর্ডের চেয়ারম্যানও। তাঁরা জানিয়েছেন, রাজ্যের ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়, ৯টি রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৫৬টি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ-সহ মোট ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ের মাধ্যমে পড়ুয়ারা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় পড়াশোনার সুযোগ মিলবে।
বোর্ডের তরফে আগামী ১০ জুলাই সন্ধে থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা হবে। চলবে ৫ অগস্ট পর্যন্ত। এর জন্য বোর্ডের ওয়েবসাইটে গিয়ে পড়ুয়াদের নাম নথিভুক্ত করতে হবে।