A migrant laborer from Bengal was beaten to death in Haryana, the state provided employment to the deceased’s family
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: গোমাংস ভক্ষণের সন্দেহের বশে এক সপ্তাহ আগেই হরিয়ানায় বাংলার এক পরিযায়ী শ্রমিককে গণপিটুনি দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছিল। এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন, নিন্দা করেছিলেন এমন ঘটনার। এরই মধ্য সোমবারই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জানিয়ে দিলেন মৃতের পরিবারকে চাকরি দিতে চলেছে রাজ্য সরকার। দঃ ২৪ পরগনার সাবির মল্লিকের বাড়িতে কদিন আগেই তৃণমূলের এক প্রতিনিধি দল গিয়ে দেখা করে আসে ঘটনার পর। বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনা নিয়ে কেন্দ্রের শাসক দলকে নিশানা করেছেন কুণাল ঘোষ। একইসঙ্গে মুখ্যমন্ত্রী যে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে একজনকে চাকরি দিতে চলেছেন, সেকথাও জানান তিনি।