November 8, 2024 9:21 pm

২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 8, 2024 9:21 pm

২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Wayanad Landslide updates: কেরলে মৃতের সংখ্যা ৪০০ পার, অষ্টম দিনেও উদ্ধার কাজ চলছে

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Tuesday is the eighth day of rescue operation in Wayanad. The landslides have killed 408 people so far

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কেরলের ওয়ানাডে ভূমিধ্বসে ব্যাপক ধ্বংসযজ্ঞ নেমে এসেছে। প্রাকৃতিক দুর্যোগের এক সপ্তাহ পেরিয়ে গেলেও উদ্ধার অভিযান চলছে। কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে ক্রমাগত দেহ পাওয়া যাচ্ছে, সেগুলো শনাক্ত করা হচ্ছে। মঙ্গলবার ওয়েনাডে উদ্ধার অভিযানের অষ্টম দিন। ভূমিধসে এখনও পর্যন্ত ৪০৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ২২৬ জনের মৃতদেহ পাওয়া গেছে, আর ১৮২ জনের দেহের অংশ উদ্ধার করা হয়েছে।

কেরালার ADGP আইন ও শৃঙ্খলা এমআর অজিত কুমার বলেছেন যে উদ্ধার অভিযান শেষ পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, “উদ্ধার ও তল্লাশি অভিযান এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কর্দমাক্ত এলাকা ছাড়া জমির এলাকা প্রায় ঢেকে গেছে, যেখানে প্রায় ৫০-১০০ মিটার কাদা রয়েছে। আজ আমরা গ্রাম অফিস এলাকায় ফোকাস করছি” ১২ জনকে বাছাই করেছি, তারা নিচে নেমে দেহের সন্ধান করবে।”

গভীর রাতে, পুথুমালায় ভূমিধসে নিহত ২৯ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এবং ১৫৪ জনের দেহাংশকে গণদাহ করা হয়। তাদের আত্মার শান্তি কামনায় আজ সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা হয়েছে। ওয়েনাডের মুন্ডাক্কাইতে সপ্তম দিনের তল্লাশিতে আরও ছয়টি মৃতদেহ পাওয়া গেছে, এই দুর্যোগে মৃতের সংখ্যা ২২৬-এ পৌঁছেছে। এখনও পর্যন্ত উদ্ধারকর্মীরা ওয়ানাড থেকে ১৫০টি এবং নীলাম্বুর থেকে ৭৬টি মৃতদেহ খুঁজে পেয়েছেন। এখনও অবধি, ১৮১টি দেহের অংশ পাওয়া গেছে, যার মধ্যে ২৪টি ওয়ানাড থেকে এবং ১৫৭টি নীলাম্বুর থেকে মিলেছে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top