After the rescue phase of 10 days, Wayanad bid farewell to the soldiers
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভয়ংকর ভূমিধসে তলিয়ে গিয়েছে কেরলের ওয়ানড়ের গ্রামের পর গ্রাম। কাদার নিচে তলিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন চারশোর বেশি মানুষ। শুক্রবার ওয়ানড়ে ১০ দিনের উদ্ধারপর্ব শেষ করেছে ভারতীয় সেনা। এই কদিন দিনরাত এক করে তাঁরা দুর্গতদের উদ্ধারের কাজ করেছেন। এতে ঘরহারা মানুষগুলো তাতে আপ্লুত সকলে। সরকারি হিসাবেই চারশোর বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। কোচি ডিফেন্স পাবলিক রিলেশনস অফিসারের তরফে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে সেনা সদস্যরা যখন এলাকা ছাড়ছেন তখন তাঁদের ঘিরে ধরে করতালির বন্যা বইছিল। তবে প্রশংসা থেকে বাদ পড়েনি সেনাবাহিনীর কুকুরাও। টেরিটোরিয়াল আর্মির ১২২ নম্বর ইনফ্যানট্রি ব্যাটালিয়ন সদস্যদের দের আলাদা করে সংবর্ধনা জানিয়েছেন স্থানীয় মাউন্ট তাবোর স্কুলের শিক্ষক ও কর্মীরা।