September 21, 2024 5:06 am

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

September 21, 2024 5:06 am

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

Watganj Body Recovery: প্লাস্টিকের ব্যাগের মধ্যে মহিলার কাটা মুন্ডু, হাত! কলকাতার পরিত্যক্ত এলাকা থেকে উদ্ধার

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Woman’s severed head and hand in plastic bag, found in abandoned area of Kolkata

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ওয়াটগঞ্জের পরিত্যক্ত জায়গা থেকে দিনেদুুপুরে মহিলার কাটা মুন্ডু ও হাত উদ্ধার। ঘটনাটি ঘিরে ছড়াল তীব্র চাঞ্চল্য।

ওই মহিলার পরিচয় জানা যায়নি এখনও। ওই মহিলাকে ওখানে খুন করা হয়েছে নাকি কোথাও হত্যাকাণ্ডের পর দেহ লোপাটাের জন্য ওই ফাঁকা জায়গায় এনে ফেলা হয়েছে, তারই তদন্তে নেমেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এখনও বিভিন্ন জায়গা থেকে দেহের খণ্ডাংশ উদ্ধার হচ্ছে।

কলকাতা বন্দর এলাকা ওয়াটগঞ্জের সত্য ডাক্তার রোডের একপাশে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা একটি পরিত্যক্ত কোয়ার্টার রয়েছে। মঙ্গলবার দুপুরে সেখানে গিয়েছিল মদ্যপ কয়েকজন যুবক। বীভৎস গন্ধ নাকে আসতে খুঁজতে গিয়ে তিনটি কালো প্লাস্টিক দেখতে পান। তা খুলে দেখা যায়, একটি প্যাকেটে মহিলার মুন্ডু, একটিতে হাত এবং আরেকটি প্যাকেটে পায়ের পাতা ছাড়া দেহ। সেটি দেখেই প্রথমে ওই যুবকরা আতঙ্কিত হয়ে ওঠে , পরে খবর দেয় ওয়াটগঞ্জ থানার পুলিশকে। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তদন্তে নেমে একাধিক দিক খতিয়ে দেখছেন অফিসাররা।

পুরো জায়গাটা ঘুরে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন হোমিসাইড শাখার আধিকারিকরা। সেসব উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কেউ সন্দেহজনক কিছু দেখেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top