At least six people were killed in Israeli fire, Lebanon’s health ministry said
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হিজবুল্লাহরকে পুরোপুরি ধ্বংস করতে লেবাননে ঢুকে অভিযান শুরু করেছে ইজরায়েল। বাদ যাচ্ছে না ঘন বসতিপূর্ণ এলাকাগুলোও। গত ১৮ বছরে এই প্রথমবার মধ্য বেইরুটে বোমাবর্ষণ করল ইজরায়েলি ফৌজ। হামলায় সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। এমনটাই জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রক।
সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল্লাহকে খতম করতে লেবাননে আক্রমণ শানাচ্ছে ইজরায়েল। কিন্তু গত কয়েকদিন সেই আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে তেল আভিভ। সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। হিজবুল্লাহর সদস্যদের পাশাপাশি প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষও। নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লা। ধোঁয়ায় ঢেকেছে লেবাননের রাজধানী বেইরুটের আকাশও। এতদিন সেখানে হামলা চালালেও মধ্য অংশে বোমা ছোড়েনি ইজরায়েলি সেনা। ২০০৬ সালের পর এই প্রথমবার বুধবার সেখানে আঘাত হেনেছে তারা। বেইরুটের এই অঞ্চলে প্রচুর মানুষের বাস।