Low pressure to rain in South Bengal throughout the week
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। নেপথ্য কারণ নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে নিম্নচাপ। তা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তা এই মুহূর্তে অবস্থান করছে।
আগামী দুই থেকে তিন দিন কলকাতায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে। কিন্তু, আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
আগামী ২৪ ঘণ্টা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা থেকে শুরু করে সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উপকূল এবং উপকূল সংলগ্ন জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে দিনভর পশলা বৃষ্টির সম্ভাবনা।
শনি থেকে সোম বৃষ্টি বাড়তে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।রবিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা।