VK Pandian is claimed to be the cause of rise of BJP and fall of BJD in Odisha.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ দুদশকের বেশি সময় পর ওড়িশায় পতন হয়েছে বিজেডির সরকার। আর সেরাজ্যে মুখ্যমন্ত্রীর পদে বসতে পারেননি নবীন পট্টনায়ক। একদা বিজেপি ঘনিষ্ঠ হলেও এবারে তাঁর দলের সঙ্গে সমঝোতা করেনি ভাজপা, তারপরই ভোটে ভরাডুবি হয় পট্টনায়কের দলের। এরপরই বিজেপির সরকার গঠন নিশ্চিত হয়ে যায়। এই নিয়েই এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এক সময়ের ঘনিষ্ঠ ভিকে পান্ডিয়ান। তাঁর জন্যই ওড়িশায় বিজেপির উত্থান এবং বিজেডির পতন বলে দাবি করা হয়েছে। এই নিয়েই এবার তিনি বললেন, রাজনীতিতে আর থাকবেন না জানিয়ে দিলেন একদা নবীন পট্টনায়কের প্রিয় পাত্র। আসলে এই আমলা আসার পর থেকেই দলের প্রবীণ নেতাদের দল ছাড়ার হিড়িক লেগে গেছিল। তাঁদেরকে অপমান করার এবং সাইড করার চেষ্টা করেছিলেন পান্ডিয়ান, এমন অভিযোগ ওঠে। দল ছাড়া শুরু করতে, আর তা রুখতে পারেননি নবিন পট্টনায়ক। ফলে দলের সিনিয়র নেতারা দল ছাড়তেই এবারে লজ্জাজনক হারের মুখ দেখে তাঁর দল। এরপরই ভিকে পান্ডিয়ান জানিয়ে দিলেন তিনি রাজনীতিতে থাকছেন না আর, যদিও এক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁকে এই নির্দেশ দিয়েছেন কিনা, তা বলা যাচ্ছে না।