Virender Sehwag campaigning for Congress!
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় বিধানসভা ভোট শনিবার। কংগ্রেসের হয়ে ভোটপ্রচারে বীরেন্দ্র শেহওয়াগ। বুধবার হরিয়ানার ভিওয়ানি জেলার তোশামে কংগ্রেস প্রার্থী অনিরুদ্ধ চৌধুরীর প্রচারসভায় অংশ নেন শেহওয়াগ।
শেহওয়াগ অনিরুদ্ধ চৌধুরীর সমর্থনে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “অনিরুদ্ধ চৌধুরী আমার কাছে বড় দাদার মতো। ওর বাবা রনবীর সিং মহেন্দ্র বিসিসিআইয়ের সভাপতি ছিলেন। উনি আমাকে অনেক সাহায্য করেছেন। এটা অনিরুদ্ধর জন্য গুরুত্বপূর্ণ দিন। আমার বিশ্বাস আমি ওকে সাহায্য করতে পারব। তোশামের মানুষের কাছে আমার অনুরোধ, আপনার অনিরুদ্ধর পাশে থাকুন।”