Virat Kohli is the most expensive Indian cricketer in IPL this year
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয়দের মধ্যে আইপিএলে এবারে সব থেকে দাবি রিটেনশন হলেন বিরাট কোহলি। তাঁকে ২১ কোটি টাকায় দলে রেখে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের বাকি সব বিদেশি ক্রিকেটারদের ছেড়ে দিল তাঁরা। রাখা হল আনক্যাপড প্লেয়ার হিসেবে যশ দয়াল এবং রজত পতিদারকে। বিরাট কোহলি এক বিরল নজিরও গড়লেন আরসিবিতে থেকে যাওয়ায়। ২০০৮ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত একটানা ১৭টি সংস্করণে এই দলের হয়েই খেলেছেন তিনি। যেহেতু আইপিএলের এই রিটেনশন আগামী তিন বছরের জন্য হল, তাই ২০ বছর আইপিএলে একই দলে খেলার বিরল রেকর্ডের অংশিদার হলেন কোহলি,যা এর আগে কেউ হতে পারেননি।