The opposition camp is seeing the conspiracy behind the repeal of Phogat, the turbulent parliament
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিনেশ ফোগটকে অলিম্পিক্স থেকে অযোগ্য বলে বাতিল করার ঘটনা নিয়ে গোটা দেশের আঙুল এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের দিকে। কুস্তিগিরের পরিবারসহ দেশের প্রধান বিরোধী দলগুলি এবং বহু বিশিষ্ট ব্যক্তিও এর পিছনে বিজেপি এবং আন্তর্জাতিক চক্রান্তের গন্ধ পেয়েছেন। বুধবার এনিয়ে সকালেই উত্তাল হয় সংসদ। তারপরই সরকার ঠিক করে দুপুরে এ বিষয়ে বক্তব্য জানাবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
তিনি জানান, বিশ্ব কুস্তি সংস্থায় এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। লোকসভায় তিনি বিনেশের ঘটনা ব্যাখ্যা করেন। সঙ্গে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইওএ-কে এ বিষয়ে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।
ক্রীড়ামন্ত্রী এদিন বিবৃতিতে জানান, “ভিনেশকে ডিসকোয়ালিফাই করা হয়েছে ১০০ গ্রাম বেশি ওজনের জন্য। নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকালে কুস্তিগিরদের ওজন মাপা হয়। বুধবার সকালে ভিনেশের ওজন হয় ৫০ কেজি ১০০ গ্রাম। ইতিমধ্যেই আইওএ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে আইওএর প্রধান পিটি ঊষার সঙ্গে কথা বলেছেন। এ নিয়ে যা যা পদক্ষেপ করা যায়, করার জন্য অনুরোধ করেছেন।” গোটা বিবৃতিতে ষড়যন্ত্র বা অন্তর্ঘাতের কোনও তত্ত্ব ক্রীড়ামন্ত্রী দেননি।মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, “অলিম্পিকের আগে ভিনেশকে সবরকম সাহায্য করা হয়েছিল। তাঁকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছিল। এমনকী তাঁর জন্য ব্যক্তিগত প্রশিক্ষকেরও ব্যবস্থা করা হয়েছিল।”
বিরোধী ইন্ডিয়া জোটের এমপিরা মন্ত্রীর সুস্পষ্ট ব্যাখ্যা চাইলে তিনি তা না দিতে পারায় তাঁরা ওয়াকআউট করেন। বিরোধীরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি তোলেন। এনিয়ে সরকার ও অলিম্পিক্স টিমের কর্মকর্তাদের কাঠগড়ায় তোলেন কংগ্রেস সাংসদরা।