Sanjay Singh, the head of the wrestling organization, put the blame on Vinesh.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: অলিম্পিক্সে ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগতের পদক জয়ের স্বপ্ন অধরাই থেকে গেছে। কারণ ভারতের এই তারকা কুস্তিগির ৫০কেজি মহিলাদের কুস্তির ফাইনালে উঠলেও ম্যাচের কয়েকঘন্টা আগে তাঁর ওজন মাপা হয়। সেখানে দেখা যায় তিনি নির্দিষ্ট ওজনের উর্ধ্বসীমার থেকে ১০০ গ্রাম বেশি রয়েছেন। এরপরই তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। এই নিয়েই এবার ভিনেশের ঘাড়ে দায় চাপালেন কুস্তি সংস্থার প্রধান সঞ্জয় সিং। তাঁর কথায়, শেষ দেড় বছর ধরে হয়ে চলা কুস্তি আন্দোলনের জন্যই ভারত এবারে ৫-৬টি পদক হাতছাড়া করেছে, নাহলে অলিম্পিক্সে কুস্তিতে অনেক পদক বেশি জিততে পারত ভারত। এছাড়াও ওজন কমানোর বিষয়টি যে ক্রীড়াবিদেরই নজর রাখা উচিত, সেকথা বলেও ভিনেশকে খোঁচা দিয়েছেন সঞ্জয় সিং।