According to the sources, the verdict of the Vinesh case may come out on August 13
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভিনেশ ফোগাট কি আদৌ অলিম্পিক পদক পাবেন? শনিবার ক্রীড়া আদালতের সিদ্ধান্তে আরও দীর্ঘ হল প্রতীক্ষা। জানা গিয়েছে, রায় দেওয়ার জন্য আরও সময় চেয়েছেন ক্রীড়া আদালতের বিচারক। সূত্রের খবর, আগামী ১৩ আগস্ট ভিনেশ মামলার রায় বেরতে পারে। প্যারিসের স্থানীয় সময় সন্ধে ৬টা নাগাদ হতে পারে রায়দান।
ফোগাট রুপো পাবেন, কি পাবেন না, তা নির্ভর করছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের উপর। প্যারিস অলিম্পিক্সে ফাইনালের আগে তাঁকে বাতিল করা হয়। তার পর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ করেছিলেন বিনেশ। শুক্রবার তিন ঘণ্টা ধরে সেই আবেদনের শুনানি হয়েছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ভিনেশ মামলার রায় বেরিয়ে যাবে শনিবারই। কারণ ক্রীড়া আদালতের তরফেও জানানো হয়েছিল যে অলিম্পিক শেষ হওয়ার আগেই তারকা কুস্তিগিরের পদক পাওয়া নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, রবিবারে প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান রয়েছে।
অলিম্পিক শেষ হয়ে যাওয়ার ভিনেশের আবেদনের রায় দেওয়া হবে বলে জানাল ক্রীড়া আদালত। অ্যানাবেল বেনেটের এজলাসে শুনানির ভিত্তিতে রবিবার রায় বেরবে। কিন্তু চলতি অলিম্পিকে ভারতের শেফ দ্য মিশন গগন নারাং জানিয়েছেন, আগামী ১৩ আগস্ট ভিনেশ মামলার রায় বেরবে। তবে তার আগে রবিবার বেশ কিছু প্রশ্নের জবাব দিতে হবে কুস্তিগিরকে।