The verdict date has been postponed once again, the decision will be given on August 16
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: কোর্ট অফ আর্বিট্রেশনের অ্যাডহক ডিভিসন নেভিগেশন বিভাগ ভিনেশের আপিলের শুনানি শেষ করতে পারেনি। এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। প্যারিস অলিম্পিক্সে ফাইনালের আগেই অযোগ্য হতে হয়েছিল ভিনেশ ফোগাটকে। এরপরে ভিনেশ রুপোর পদকের জন্য আরবিট্রেশন কোর্টে আবেদন করেছিলেন। প্রাথমিক সিদ্ধান্ত অনুসারে ১৩ অগাস্ট রায়দানের কথা ছিল৷ কিন্তু ফের একবার পিছিয়ে গেল রায়দানের তারিখ৷ এখন এই সিদ্ধান্ত হওয়ার কথা ১৬ অগাস্ট৷
১৬ আগস্ট পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত করে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “অলিম্পিক গেমসের নিয়মের ১৮ অনুচ্ছেদের অধীনে, কোর্ট অফ আরবিট্রেশন ডিভিশনের চেয়ারম্যান প্যানেলের সিদ্ধান্ত দেওয়ার জন্য ১৬ অগাস্ট সময়সীমা নির্ধারণ করেছেন।”
উল্লেখ্য, ফাইনালের আগে, ভারতের ভিনেশ ফোগাট প্যারিস অলিম্পিকে ৫০ কেজি কুস্তি বিভাগে ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু ম্যাচের আগে যখন তার ওজন করা হয়, তখন তা ১০০ গ্রাম বেশি হয়ে যায়। এরপর তাকে অযোগ্য ঘোষণা করা হয়। অযোগ্য ঘোষণার পর, ভিনেশ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ আবেদন করেছিলেন।