The second Hooghly bridge will be closed for traffic for 12 hours
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রবিবার ১ ডিসেম্বর বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। উরস উৎসবের জন্য। রবিবার সন্ধে ৬টা থেকে সোমবার সকাল ৬টা অবধি সেতুতে বন্ধ থাকবে যান চলাচল। ফলে ওই সময়ে অন্য পথে যান চলাচল করবে। সঙ্গে খিদিরপুর রোড–সহ একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
কলকাতা ট্রাফিক পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, বিদ্যাসাগর সেতুতে ১ ডিসেম্বর সন্ধে ৬টা থেকে ২ ডিসেম্বর সোমবার সকাল ৬টা অবধি যান চলাচল বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেন্ট জর্জ গেট রোড ধরে দক্ষিণের দিকে যাওয়ার রাস্তা বন্ধ রাখা হবে। খিদিরপুর রোড ধরে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যাওয়ার রাস্তাও বন্ধ থাকবে। খিদিরপুর রোড ধরে পশ্চিমগামী গাড়িগুলোকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে যেতে দেওয়া হবে না। সিজিআর রোড বরাবর পূর্বগামী গাড়িগুলোকে সত্য ডাক্তার রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে। যান চলাচল বন্ধ থাকলেও উরস উৎসবে অংশ নেওয়ার জন্য পায়ে হেঁটে ওই রাস্তাগুলো ব্যবহার করা যাবে। জানানো হয়েছে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণের জন্য মোতায়েন থাকবে।