After the Chief Minister’s stern message, the task force raided the markets from Friday morning
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অগ্নিমূল্য বাজার নিয়ে মমতার অসন্তোষের পরেই সক্রিয় টাস্কফোর্স। শুক্রবার সকালেই সল্টলেক-সহ কলকাতার একাধিক বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা।
টাস্ক ফোর্সের নজরদারি সত্ত্বেও ফড়েদের বাড়বাড়ন্ত নিয়ে বৃহস্পতিবার সন্ধেয় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালেই সল্টলেক-সহ কলকাতার একাধিক বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের আধিকারিকরা। এদিকে দাম নিয়ন্ত্রণে তৎপর নবান্ন। এদিন দুপুরেই টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব মনোজ পন্থ।বেআইনিভাবে কোথাও সবজির অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন তাঁরা। অন্যায়ভাবে অতিরিক্ত দাম নিলে পুলিশি পদক্ষেপ হতে পারে বলেও ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন। আচমকা বাজারে টাস্ক ফোর্স হানায় খানিকটা স্বস্তি পেয়েছে আমজনতা।
উল্লেখ্য, বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই সুর চড়ান আলু, পেঁয়াজ-সহ সমস্ত সবজির দাম বৃদ্ধি নিয়ে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স নজরদারি চালানো সত্ত্বেও ফড়েদের দাপট নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। বললেন, “আমি এক পয়সাও নিই। তাহলে অন্যরা নিলে ছাড় পাবে কেন? আমার টাকার দরকার নেই। আমার দলের জন্য টাকার দরকার হলে প্রয়োজনে আমি মানুষের কাছে আঁচল পেতে টাকা নেব।”