The horror is blowing over the danger line. About 400 pilgrims have been rescued so far.
উত্তরাখণ্ড
মুনমুন রায়, প্রতিনিধি :
মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ধস ও হড়পা বানে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। কেদারনাথ যাওয়ার পথে ভীমবলীতে বুধবার মেঘভাঙা বৃষ্টি আর ধসের কারণে আটকে পড়েছিলেন বহু পুণ্যার্থী। আটকে থাকা ৭০০-ও বেশি পুণ্যার্থীকে বৃহস্পতিবার হেলিকপ্টারে করে উদ্ধার করে সোনপ্রয়াগে নিয়ে যাওয়া হয়। এখনও উদ্ধারের কাজ চলছে। প্রশাসন সূত্রে খবর, বুধবার থেকে মোট ৫০০০-এর ও বেশি পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় ৩০০ জন আটকে থাকার সম্ভবনা। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে। উদ্ধারকাজ(Rescue) চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ(NDRF) রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ(SDRF) জেলা পুলিশ এবং প্রশাসন। রাজ্য পুলিশের ডিজি অভিনব কুমার জানিয়েছেন, ভারী বৃষ্টির মধ্যেও উদ্ধারকাজ চালানো হচ্ছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যাঁরা ইতিমধ্যেই কেদারনাথের(Kedarnath) উদ্দেশ্যে রওনা হয়েছেন, তাঁদের আপাতত এই যাত্রা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।