2 coaches of Delhi-Saharanpur passenger train derailed
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফের রেল দুর্ঘটনা, বড়সড় রেল দুর্ঘটনার খবর পাওয়া গেল উত্তরপ্রদেশে সাহারানপুরে। লাইনচ্যুত হল দিল্লি-সাহারানপুর যাত্রীবাহী টেনের ২টি কামরা।রেলযাত্রা কার্যত আতঙ্ক যাত্রায় পরিণত হয়েছে
জানা গিয়েছে, রবিবার দুপুর ১.৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে সাহারানপুর স্টেশনে। স্টেশনে পৌঁছনর পর রেল ইয়ার্ডের দিকে যাচ্ছিল ট্রেনটি তখনই ঘটে এই দুর্ঘটনা। ট্রেনটি দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে লাইনচ্যুত হয় ট্রেনের ২টি কামরা। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। যদিও সেই সময় ট্রেনটিতে কোনও যাত্রী না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। যদিও বার বার এই ধরনের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে রেলের নিরাপত্তা নিয়ে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা।