37 victims of lightning in one day in Uttar Pradesh, 12 injured in different districts
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বজ্রপাতে এক দিনে ৩৭ জনের মৃত্যু হল উত্তরপ্রদেশে। তার মধ্যে রাজ্যের প্রতাপগড় জেলায় মৃতের সংখ্যা সব থেকে বেশি। সেখানে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সুলতানপুরে সাত জনের মৃত্যু হয়েছে। চন্দৌলিতে ছয়, মৈনপুরীতে পাঁচ এবং প্রয়াগরাজে চার জনের মৃত্যু হয়েছে। এই সব জেলায় বজ্রপাতে ঝলসে জখম হয়েছেন ১২ জনেরও বেশি। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।
গত কয়েক দিন ধরেই বিহার এবং উত্তরপ্রদেশে দুর্যোগ শুরু হয়েছে। ভারী বৃষ্টিপাতের সঙ্গে লাগাতার বাজ পড়ছে যোগীরাজ্যে। তাতেই একদিনে ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর।রাজ্যে এখনও দুর্যোগ চলবে বলেই জানিয়েছে মৌসম ভবন। অধিকাংশ জেলায় আগামী দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।পূর্ব এবং পশ্চিম উত্তরপ্রদেশে ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি।