New rules after Trump came as the head of state, it will take a year and a half to get a US visa!
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আর সহজেই মার্কিন মুলুকে ভ্রমণে যেতে পারবেন না কলকাতাবাসিরা। এতদিন কলকাতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে গেলে ভিসা পাওয়া যেত মাস দেড়েকের মধ্যেই। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে আসার পরই জানা যাচ্ছে এবার থেকে নাকি কলকাতার অফিস থেকে ভিসা পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে সময় লাগবে প্রায় ৫০০ দিন মতো। এর আগে দিল্লির মুম্বই চেন্নাইসহ দেশের অন্যান্য শহর তেমন ৪০০র বেশি দিন লাগত মার্কিন ভিসা পেতে। কিন্তু কলকাতা থেকে সহজেই পাওয়া যেত। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কলকাতা থেকেই এখন ভিসা পেতে সময় লাগবে প্রায় পাঁচশো দিন। সেটা বিজনেস ওয়ান এবং বিজনেস টু, উভয় ক্ষেত্রেই। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘুরতে গেলে এখন অপেক্ষা করতে হবে প্রায় দেড় বছর।