US President Joe Biden is under intense pressure,The opposition Donald Trump’s camp has increased the pressure on him
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রবল চাপের মুখে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে তিনি মসনদে বসলেও সময়টা ভালো যাচ্ছে না তাঁর। শেষ কয়েকমাসে বারবার তাঁর ওপরে চাপ বাড়িয়েছে প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের শিবির। এরই মধ্যে অসংলগ্ন বক্তব্য রেখে ফের চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট। কমলা হ্যারিসের কথা বলতে গিয়ে সব তালগোল পাকিয়ে ফেলে ডেমোক্র্যাটদের চাপ বাড়িয়ে দিলেন তিনি। কদিন আগেই বাইডেনের কথাবার্তা নিয়ে মজা উড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী পদে বাইডেনের ফেরার কোনও সম্ভাবনা বলেও দাবি করেছিলেন তিনি। এরই মধ্যে বক্তব্য রাখার সময় বাইডেন ভুল করে বলে বসলেন, ‘আমি গর্বিত যে আমি প্রথম উপরাষ্ট্রপতি এবং কৃষ্ণাঙ্গ মহিলা যিনি কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতির সঙ্গে কাজ করেছি ‘। উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের শেষ কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন বারাক ওবামা।