Trump is going to be the 47th president of America
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রায় সব বুথফেরত সমীক্ষাই ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে এগিয়ে রেখেছিল। কিন্তু ব্যালট বক্স খুলতেই উলটপুরাণ। প্রথম থেকেই এগিয়ে যায় রিপাবলিকানের ট্রাম্প। সেই তুলনায় অনেকটাই পিছিয়ে কমলা।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প।
কমলা হ্যারিসের সামনে ইতিহাস তৈরির সুযোগ ছিল। ২৭০ ম্যাজিক ফিগার পার করেছেন ট্রাম্প। তিনি ২৭৭ টি ভোট পেয়েছেন। অন্যদিকে কমলা হ্যারিস পেয়েছেন ২২৬ টি ভোট। সাতটি সুইংয়ের মধ্যে ৬ টি তেই জিতলেন ট্রাম্প। ৫০ প্রদেশের মধ্যে বেশির ভাগই ট্রাম্পের রিপাবলিকানদের দখলে। জানা গেছে, ১৯৯৬ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে জর্জিয়ায় জিতে আসছিল রিপাবলিকানরা। ২০২০ সালে একেবারে অল্প ব্যবধানে জিতেছিলেন জো বাইডেন। আবার জর্জিয়া ছিনিয়ে নিলেন টাম্প। আর সেই পরিস্থিতিতে ট্রাম্পের ঝুলিতে ২৪৭টি ইলেক্টোরাল কলেজ আছে। সবার সমর্থনকে সঙ্গে নিয়েই ডোনান্ড ট্রাম্প ফের একবার ক্ষমতায় আসতে চলেছেন। ডোনাল্ড ট্রাম্প।