High primary recruitment process started, counseling before pooja as per court orders
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রায় এক দশক পেরিয়ে গিয়েছে। এবার চাকরির হাতছানি। হাইকোর্টের নির্দেশে পুজোর আগেই উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিং শুরু হল এসএসসি অফিসে। এর আগে ২ বার ইন্টারভিউ হলেও চাকরি হয়নি। সেক্ষেত্রেও দায় বর্তেছিল এসএসসি-র ঘাড়েই। তাই আজও কাউন্সেলিংয়ে এসে আশঙ্কায় রয়েছেন চাকরিপ্রার্থীরা, আর সে আতঙ্ক তাঁদের চোখেমুখে স্পষ্ট।জানা গিয়েছে মোট ১৪ হাজার ৫২ জন উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন।
ইতিমধ্যে শূন্যপদের তালিকাও কমিশন নিজেদের ওয়েবসাইটে আপলোড করেছে। বৃহস্পতিবার থেকেই চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু হয়েছে বলে খবর। ২০১৬ সালে উচ্চ প্রাথমিকের ১৪ হাজার ৩৩৯ শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
নিয়োগ প্রক্রিয়া শেষের পর মেধাতালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশনের তরফে ১৪ হাজার ৫২ জনের নাম সামনে আনা হয়। কিন্তু পাঁচ বছর পর অর্থাৎ ২০২১ সালে কমিশনের তরফে জানানো হয় ওএমআর শিট পুনরায় মুল্যায়ন করে ১৪৬৩ জনকে বাদ দেওয়া হয়েছে। এরপরই মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। দীর্ঘ ৮ বছর পর গত অগস্টে জট কাটে।
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে গত শুক্রবারই বিজ্ঞপ্তি জারি করে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের তারিখ জানিয়ে দেয় কমিশন। জানা গিয়েছিল ৩ ও ৪ অক্টোবর কাউন্সেলিং হবে। সেই মতো বৃহস্পতিবার সকালেই শুরু কাউন্সেলিংয়ের কাজ। তবে কমিশনের তরফে আরও জানানো হয়েছে, পুজো মিটলে ২৪, ২৫, ২৮ ও ২৯ অক্টোবরও ফের নিয়োগের কাউন্সেলিং করা হবে। বিধাননগরে এসএসসি অফিসেই হবে পুরো প্রক্রিয়া। বৃহষ্পতিবার সকাল সাড়ে দশটা থেকে কাউন্সেলিং শুরু হয়ে গিয়েছে বলে খবর