18-year-old girl’s body recovered in Joka, suicide note on the table
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : অস্বাভাবিক মৃত্যু ১৮ বছরের এক তরুণীর। জোকার এক আবাসনের নীচ থেকে তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানায়, প্রাথমিক ভাবে মনে করছে তরুণী আত্মহত্যা করেছেন। পাশাপাশি তাঁর ঘরের টেবিল থেকে একটি ‘সুইসাইড নোট’ও পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম অনামিকা সর্দার (১৮)। তিনি জোকায় ঠাকুরপুকুর থানা এলাকায় ‘মদগুল অন্তরা’ নামক একটি আবাসনে থাকতেন। আবাসনের ১১ তলায় থাকতেন। শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ আবাসনের নীচে দরজার সামনে থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দেহ দেখে স্থানীয়েরাই পুলিশে খবর দেয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তাঁর ফ্ল্যাটের ঘর থেকে একটি চিঠি পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, বসার ঘরের টেবিলের উপরে যে চিঠিটি পড়ে ছিল, তবে হাতে লেখা নয়, ইংরেজিতে টাইপ করা ছিল ওই চিঠি। তরুণীকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েছিল পুলিশ। চিকিৎসক সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর সারা শরীরে অনেক আঘাত ছিল। তবে এখনও পর্যন্ত ওই তরুণীর পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি থানায়। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।