The finance minister made a big announcement about PF in the budget, the government will give money equal to the first month of the first job
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বেসরকারি সংস্থার কর্মীদের জন্য সুখবর। কেন্দ্রীয় বাজেটে এমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ নিয়ে মেগা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন কাজে যোগদানকারীদের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডে সরাসরি ১৫ হাজার টাকা দেবে সরকার। এই সুবিধা পেতে গেলে প্রতি মাসের বেতন হতে হবে লাখ টাকা। সরকারের দাবি, ২১০ লক্ষ যুবক-যুবতী এই স্কিমের সুবিধা পাবেন।
কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারমণ ঘোষণা করলেন, আগামী পাঁচ বছরে ৪ কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এগোচ্ছে মোদি সরকার। যে কারণে মূলত ছোট সংস্থাগুলিকে উৎসাহ দেওয়া হচ্ছে। নির্মলা জানিয়েছেন, ছোট সংস্থাগুলির কর্মীদের ইপিএফে ভরতুকি দেবে সরকার। কর্মী এবং সংস্থা দুই পক্ষকেই EPFO-তে ইনসেনটিভ দেওয়া হবে। কোনও ছোট সংস্থা প্রথম কাজে ঢুকলে কর্মীদের একমাসের বেতন ও পিএফ দেবে সরকার। ৩ কিস্তিতে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এতে ১৫ লক্ষ তরুণ-তরুণী উপকৃত হবেন বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।