1.52 lakh crores allocated to agriculture sector in the budget
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার তৃতীয় নরেন্দ্র মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ১ কোটি কৃষককে আনা হবে জৈব কৃষির আওতায়। কৃষির উৎপাদনশীলতা, পরিকাঠামোয় জোর। আরও ৫টি রাজ্যে চালু হবে কিষাণ ক্রেডিট কার্ড। কৃষকদের সমবায়ের দিকে নজর দেওয়া হবে। কৃষি সমবায়ের উন্নতির জন্য সরকার সবরকমভাবে চেষ্টা করছে। গরিব, কৃষক, মহিলাদের উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে। কৃষি খাতে বরাদ্দ ১.৫২ লক্ষ কোটি টাকা।
ফসলের উৎপাদনশীলতা বাড়াতে জোর। অর্থমন্ত্রী বলেন, উৎপাদনশীলতা বাড়াতে কৃষি গবেষণাকে রূপান্তরিত করা হবে। তিনি আরও বলেন যে জলবায়ু সহনশীল ফসলের জাত উন্নয়নের জন্যও খামার গবেষণা সেটআপের একটি ব্যাপক পর্যালোচনা করা হবে।