Special announcements for West Bengal, Bihar, Andhra in the budget
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ঘোষণা, পূর্বের রাজ্যগুলির উন্নতির জন্য বিশেষ স্কিমের কথা বললেন নির্মলা। সেই রাজ্যগুলির মধ্যে থাকবে বিহার, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ। কলকাতা বিজনেস করিডরের কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।
বিহার- অন্ধ্রের জন্য বড় প্রস্তাব কেন্দ্রের, এনডিএ সরকারের দুই শরীককে কেন্দ্রীয় মন্ত্রীসভায় তেমন বড়সড় কোনও পদ না দিলেও তাঁদের রাজ্যকে বাজেটে ভরিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। বিহারের চারটি এক্সপ্রেসওয়ের জন্য প্রায় ২৬ হাজার কোটে টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। বারবারই নীতীশ কুমার এবং টিডিপির চন্দ্রবাবু নাইডু বিজেপির কাছে দাবি করেছিলেন যাতে তাঁদের রাজ্যকে উন্নয়নের দিক থেকে ভরিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে যাতে তাঁদের বিধানসভা ভোটের আগে পিছন ফিরে তাকাতে না হয়। অন্ধ্রপ্রদেশকে পুনর্গঠন প্রকল্পে আনার প্রস্তাব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই জন্য ১৫ হাজার কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। বিহারের গয়া এবং বুদ্ধ গয়ায় কাশি বিশ্বনাথের মতো করিডর করা হবে। বিহারে পর্যটন উন্নতি করতে এবং বন্য প্রতিরোধেও আর্থিক বরাদ্দ করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।