Finally the price of gold is coming down, Nirmala Sitharaman made a big announcement in the budget.
দেশ
নিজস্ব সংবাদদাতা :সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে এখন সোনা কেনা আর সম্ভব ছিল না। তবুও মেয়ের বিয়ে ছেলের বিয়েতে একটু সোনা তো কিনতেই হতো। দীর্ঘ কয়েক বছর ধরে সোনার দাম আকাশ ছোঁয়া হয়ে উঠেছিল।
সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে সোনার দাম। যেকোন অনুষ্ঠানে একটু আধটু মানুষ সোনা কিনতে চেয়েও তারা কিনতে পারছিল না। প্রায় ৭০হাজার টাকা ওপরে উঠে গিয়েছে ১০ গ্রাম সোনার দাম।
কেন্দ্রের তৃতীয় বারের জন্য এনডিএ জোট ক্ষমতায় এসে প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাতেই তিনি সোনার দাম প্রসঙ্গ উথাপন করে বলেন,
“আমি সোনা ও রৌপ্যের উপর শুল্ক কমিয়ে ৬ শতাংশ এবং প্ল্যাটিনামের উপর ৬.৫ শতাংশ করার প্রস্তাব করছি”। ফলে এবার সুখবর এল মধ্যবিত্তের ঘরে।