It’s not the budget! Modi government announced this budget to keep Sharikdal happy, said Abhishek from Mamata.
দেশ
মুনমুন রায় ,প্রতিনিধি : কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট নিয়ে তীব্র সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্ধ্রপ্রদেশ, বিহার দুটি রাজ্যই এখন মোদীর হাত ধরে রেখেছে। তারা হাত ছেড়ে দিলে পড়ে যাবে এনডিএ সরকার। তাই তাঁদের খুশি করতেই ঢাকঢোল বাজিয়ে বাজেট পেশ করা হয়েছে বলেও তীব্র আক্রমণ মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মঙ্গলবার পূর্ণ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, বাংলাকে সম্পূর্ণ ভাবে বঞ্চিত করা হয়েছে , এটি একটি দিশাহীন, গরিব বিরোধী বাজেট। এখানে সোনা রূপতে সাবসিডি দেওয়া হয়েছে অথচ ফুড এ কোনো সাবসিডি নেই, বাজেটে কোনও চাকরির সংস্থান নেই।বিহার অন্ধ্রপ্রদেশ কে বাড়তি অনুদান দিয়ে কয়েকটি একটি দলকে খুশি করতে এই বাজেট। মূল্যবৃদ্ধি ক্রমশ বাড়ছে দেশে, তা নিয়েও বাজেটে কোনওরকম দিশা নেই।রেল নিয়েও তিঁনি বলেন ২০০১ থেকে ২০০৯ এর তাঁর করা ডানকুনি অমৃতসর প্রকল্প ও এখনো সম্পূর্ণ করতে পারেনি এই সরকার।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেটকে নিশানা করে বলেন, ‘ব্যর্থ সরকারের ব্যর্থ অর্থমন্ত্রীর দ্বারা পেশ করা জিরো ওয়ারেন্টির-ব্যর্থ বাজেট। জরুরি বিষয় যেমন বেকারত্ব, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির মতো বিষয়গুলি মোকাবিলা করার পরিবর্তে বিজেপি তার জোট শরিকদের ঘুষ দেওয়ার জন্য একটি বাজেট পেশ করেছে। বিহারের এবং অন্ধ্রপ্রদেশের প্রতি অর্থমন্ত্রীর ‘উদারতা’ নিয়েও সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়।