Uluberia blasted the house! Three, including father and son, were seriously injured
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বিস্ফোরণে উড়ল বাড়ি। বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছেন ৩ জন। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তিনজন চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক অনুমান বোমা বাঁধতে গিয়ে ওই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক দল। ঘটনাস্থলে রয়েছে উলুবেড়িয়া থানার পুলিশ।
জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া থানা এলাকায় ফতেপুর গ্রামে একটি বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। জোড়াল বিস্ফোরণে পেঁপে ওঠে গোটা এলাকা। শব্দ শুনে ওই বাড়িতে গিয়ে গ্রামবাসীরা দেখেন রক্তাক্ত অবস্থায় তিনজন পড়ে রয়েছে। বিস্ফোরণে জেরে ভেঙে পড়েছে বাড়িটি। পুলিশের প্রাথমিক অনুমান, বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। জখমদের মধ্যে আপাতত তিনজনের পরিচয় জানা গিয়েছে। শেখ শামসুর ও তার ছেলে এবং শেখ হালিম ঘটনায় জখম হয়েছেন। ঘটনাস্থল থেকে জখমদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী ভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে যান পুলিশেরপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল।এই ঘটনায় এখনও পর্যন্ত কারও আটক বা গ্রেফতারির খবর নেই।