Dutch in front of Germany in UEFA Nations League
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগের দুরন্ত ম্যাচ। মুখোমুখি হচ্ছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবং নেদারল্যান্ডস। দুই দলেরই ইউরো কাপ অভিযান খুব একটা ভালো যায়নি কয়েক মাস আগে। এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর প্রতিযোগিতা হিসেবেই নেশনস ক্লাবকে দেখছে তাঁরা। নেদারল্যান্ডস দল গতবার বিশ্বকাপে আর্জেন্তিনার সঙ্গে হেরে ছিটকে গেছিল। সাম্প্রতিক সময় ওটাই ভালো পারফরমেন্স ডাচদের। জার্মানির বিপক্ষে তাই ভালো কিছু করে দেখানোর জন্য মরিয়া মেমফিস দিপায়রা। অন্যদিকে স্পেনের বিপক্ষে হেরে ইউরো কাপ থেকে ছিটকে যাওয়া জার্মানিও মরিয়া রয়েছে নিজেদের হৃতগৌরব উদ্ধার করে জয়ের ছন্দে থাকতে। অন্য ম্যাচে ফিনল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড।