Portugal won the UEFA Nations League match.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: উয়েফা নেশনস লিগের ম্যাচে দুরন্ত জয় পেল পর্তুগাল। একটা সময় পিছিয়ে পড়লেও রোনাল্ডোর দুরন্ত পারফরমেন্সে জয় তুলে নিল পর্তুগিজরা। ম্যাচের ৭ মিনিটেই পিছিয়ে যায় পর্তুগাল। স্কটল্যান্ডকে এগিয়ে দেন ম্যাকটোমিনায়। এরপর প্রথমার্ধে সেই লিড ধরে রেখেছিল স্কটিশরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ কোনও ঝুঁকি না নিয়েই মাঠে নামান ক্রিস্চিয়ানো রোনাল্ডোকে, আর তাতেই বদলে যায় ম্যাচের ভাগ্য। খেলা ধরে নেয় পর্তুগাল। ৫৪ মিনিটে রাফায়েল লিয়াওর বাড়ানো বল থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ। এর কিছুক্ষণ পরই আসে রোনাল্ডোর পা থেকে জয়সূচক গোল। ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে গোল করেন যান সিআরসেভেন।