England defeated Ireland in UEFA Nations League match.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগের ম্যাচে আয়ারল্যান্ডকে গোলের মালা পড়িয়ে দিল ইংল্যান্ড। খেলার শুরু থেকেই দখল নিয়ে খেলতে যাবে থ্রি লায়নসরা। একেবারেই আইরিশদের তেমন জায়গা দেননি গ্যারেথ সাউথগেটের ছেলেরা। কিন্তু গোলের দেখা পেতে সেই অপেক্ষা দীর্ঘায়িত হতে থাকে ইংরেজদের। কারণ ম্যাচে তাঁরা প্রথম গোলের দেখা পায় ৫৩ মিনিটে হ্যারি কেনের পা থেকে। ৫৫ মিনিটি অ্যান্থনি গর্ডন দ্বিতীয় গোলটি করেন ইংল্য়ান্ড দলের হয়ে। ৫৮ মিনিটে কনর ক্যালাঘারও গোল করেন, মানে পাঁচ মিনিটেই তিন গোল করে ইংরেজরা। ৭৬ মিনিটে জ্যারোড বোয়েন, এবং ৭৯ মিনিয়ে ট্রেভর হেউড বেলিং গোল করেন ইংল্যান্ডের হয়ে।